কম্পিউটার বন্ধ হতে সমর নিচ্ছে?

কাজ শেষে কম্পিউটার শাটডাউন করছেন, কিন্তু বন্ধ হতে সমর নিচ্ছে? সাধারণত কম্পিউটার শাটডাউন দ্রুত হয়ে থাকে।  কিন্তু কখনো সেটি বন্ধ হতে সমর নিতে পারে৷ কম্পিউটারের র‍্যামে ডেটা ওভার ফ্লো হয়ে পেজ ফাইলে নতুন ডাটা তৈরি করে এবং সেটি ড্রাইভে অবস্থান করে। ফলে বন্ধ হতে সময় বেশি নেয়। যদি এটি শাটডাউন হওয়ার আগেই পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কম্পিউটার বন্ধ হতে সময় কম নেবে। এ সমস্যা দূর করতে 
Start Menu> 
Run > Or (Logo key+R)
এখানে (Type) regedit.exe > Enter Click  করে খুলতে হবে
HKEY_LOCAL_MACHINE >
SYSTEM >Click
CurrentControlSet >Click
Control >Click
Session Manager >Click
করে Memory Management খুলতে হবে। ডান পাশের তালিকা থেকে 
ClearPageFileAtShutdown-এ দুই Click করে খুলতে হবে। এখানে Value Data ঘরে যদি 1 লেখা থাকে, তাহলে সেটিকে মুছে 0(শূন্য) লিখে OK করতে হবে। যদি ০(শূন্য) থাকে তাহলে শুধু OK করে বের হয়ে আসুন। জেনে রাখা ভালো পেজ ফাইল কম্পিউটারের নিরাপত্তার ব্যাপাগুলো প্রদর্শন করে। তাই বুঝেশুনে কাজ করতে হবে। এক্ষেত্রে অন্য কোন কাজ না করে ক্লিনার সফটওয়্যার দিয়ে রেজিষ্ট্রি এডিটর ক্লিন করে নিলে ভালো ফল পাওয়া যাবে।
নিচে কিছু ইউটিলিটি ক্লিনার সফটওয়্যার লিংক দেয়া হলঃ-


No comments

Happy New Year 2021

 

Powered by Blogger.